× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে মিথ্যা মামলা প্রত্যাহার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :

০৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাংলাদেশ দলিল লেখক সমিতির যুগ্ম-মহাসচিব, জামালপুর জেলা দলিল লেখক সমিতির সভাপতি, দৈনিক জামালপুর দিনকাল ও সাপ্তাহিক উর্মিবাংলা পত্রিকার প্রকাশক জামালপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা, দেওয়ানপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মোঃ আরজু আকন্দসহ ৮জন সাংবাদিক ও দলিল লেখকের বিরুদ্ধে সড়ক দুর্ঘটনায় আহত নওশাদকে ভিকটিম সাজিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা বাতিলসহ স্বৈরাচার আওয়ামী লীগের দোসর জাহিদুল হক সেলিম ও তাঁর সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৪ ডিসেম্বর)  দুপুর ১২ টায় জামালপুর সুশীল সমাজের আয়োজনে শহরের ফৌজদারী মোড়ে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলায় কর্মরত সাংবাদিক,স্থানীয় এলাকার ১ শতাধিক নারীরা সহ প্রায় ৩ শতাধিক নানা পেশা জীবি ব্যক্তিরা অংশ নেয়।

 দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক ও জামালপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুনিরুল হক নোবেল এর সঞ্চালনায় জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম,স্থানীয় দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ বক্তব্য রাখেন । এ সময় জামালপুর জেলা দলিল লেখক সমিতির সহ সভাপতি মো: বাবুল মিয়া, সহ সভাপতি মো: তোজাম্মেল হোসেন, সহ সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ মধু, সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক মুরাদ সহ দলিল লেখকেরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, একটি সংঘবদ্ধ মহল ষড়যন্ত্র করে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দ্রুত মামলা প্রত্যাহার এবং প্রকৃত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান তারা। 

এদিকে মুঠোফোনে আলহাজ্ব মোঃ আরজু আকন্দ জানান, এ মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।  আমাদের মিথ্যা মামলায় ফাসানো হয়েছে।  সঠিক তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের জনসম্মুখে আনা হোক।  সে সাথে মিথ্যা মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবী জানাই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.