ঝালকাঠির নলছিটিতে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস -২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর বারটায় নলছিটি উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. জোবায়ের হাবিব`র সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ও সুশীলবৃন্দ।
সভায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে নলছিটিতে বিজয় দিবস উদযাপনের দিনব্যাপী কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিজয় দিবসের সকাল ৬টায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।