কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ি উদ্ধার করেছে বিজিবি। বুধবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় কাশিপুর ও অনন্তপুর বিওপি'র বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব ভারতীয় মাদকদ্রব্য ও শাড়ি উদ্ধার করে। বিজিবি'র এসব পৃথক অভিযানে কোন চোরাকারবারী আটক হয়নি। তবে বিজিবি বলেছে চোরাকারবারিদের তথ্য সংগ্রহ করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের সহায়তায় সীমান্ত দিয়ে ভারতীয় মালামাল পাচারের তথ্য জানা যায়। এর প্রেক্ষিতে উপজেলার কাশিপুর বিওপির বিজিবি সদস্যরা রাত সাড়ে ৮ টার দিকে কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের একটি পরিত্যক্ত বসতবাড়িতে অভিযান চালায়। বাড়িটি তল্লাশি করে ৮০০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করে বিজিবি।
অপরদিকে রাত পৌনে ১ টার দিকে উপজেলার অনন্তপুর বিওপির বিজিবি সদস্যরা পৃথক আরেকটি অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে রামখানা ক্লিনিক মোড় এলাকায় বিজিবির টহলদল অবস্থা নেয়। এসময় ভারতীয় সীমান্ত দিক থেকে কয়েকজন চোরাকারবারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় চোরাকারবারীরা তাদের বহনকৃত মালামাল ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ৬৩ পিছ ভারতীয় শাড়ি জব্দ করা হয়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল ইমাম মেহেদী হাসান পিএসসি জানান, ফুলবাড়ী সীমান্তে বিজিবি'র পৃথক অভিযানে ভারতীয় ৮০০ বোতল ইস্কাফ সিরাপ ও ৬৩ পিচ শাড়ি উদ্ধার করা হয়েছে। এসবের সিজার মূল্য ৩ লক্ষ ৮৩ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।