চাঁপাইনবাবগঞ্জে ১০ম গ্রেডের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ডিপ্লোমা
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা।
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি
ক্লিনিকে সকাল ৮ টা থেকে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুপুর ১২
টা পর্যন্ত কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন। এতে বন্ধ হয়ে রোগ নির্ণয়ে সব ধরণের
স্বাস্থ্য পরীক্ষা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের প্রবেশমুখ অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য দেন, মেডিকেল
টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের মূখ্য সংগঠক গোলাম ফারুক, মেডিকেল
টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি মো. রেজাউল করিম, মেডিকেল
টেকনোলজিস্ট ফোরাম, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক আব্দুস
সামাদসহ অন্যরা।
বক্তারা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্বাস্থ্য সেবায়
নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনায়
গুরুত্বপূর্ণ সেবাদান কার্যক্রমে তারা সম্পৃক্ত। স্বাস্থসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও
নানাবিধ সমস্যায় জর্জরিত এ পেশায় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। বরং অবহেলিত রয়েছে
বছরের পর বছর।
ডিপ্লোমা কোর্সধারীরা এরইমধ্যে ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত হলেও ডিপ্লোমা
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।