× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুড়িগ্রামে বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময়

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম

০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২১ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

কুড়িগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সাথে কুড়িগ্রাম সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক দলগুলোর নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর)  উপজেলা প্রশাসন নিজ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।

সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুকাইয়া পারভীনের পৃথক দু’টি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।  

পরে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুল্লাহ, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার,ভোগডাঙ্গা ইউপি   চেয়ারম্যান সাইদুর রহমান ও ভোগডাঙ্গা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, কুড়িগ্রামের দারিদ্র্যবিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের অধীনস্থ সব দপ্তরকে সমন্বিতভাবে এবং দক্ষতার সঙ্গে কাজ করা, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

সভায় আগত মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণ কুড়িগ্রাম সদর উপজেলার সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত উপস্থাপন করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.