ছবি: সংবাদ সারাবেলা।
মাদারীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে গণমাধ্যমকর্মীদের সাথে সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে সমন্বিত সরকারি অফিস ভবনের মাল্টিপারপাস হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম। এ সময় সাংবাদিকদের উদ্দেশে জাহাঙ্গীর আলম বলেন, আমি সিরাজগঞ্জের সন্তান হলেও আমি চাই জেলার সকলে যেন আমাকে মাদারীপুরের সন্তান মনে করেন। মাদারীপুরের সন্তান হিসেবে এই জেলার মানুষের সঙ্গে থেকে কাজ করতে চাই। যেন আমরা সবাই মিলে সমৃদ্ধশালী, উন্নত এবং আদর্শ মাদারীপুর গড়তে পারি। নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা অপরিহার্য। তিনি গণমাধ্যমকে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ, গুজব নিরসন, ভোটারদের সচেতন করা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান।
সেমিনারে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ প্রসঙ্গে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার বিশেষভাবে পোস্টাল ভোটের মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সম্ভাবনা ও প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, দেশে যেমন নির্বাচনী প্রযুক্তি ও ব্যবস্থাপনায় উন্নয়ন হয়েছে, তেমনি প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতেও ভবিষ্যতে আরও সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে।
সভায় বক্তারা নির্বাচনকালীন সংবাদ সংগ্রহের নৈতিকতা, ভুয়া তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে সমন্বয় এবং ভোটারদের আস্থা বাড়াতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সাংবাদিকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসন ও নির্বাচন অফিসের কর্মকর্তারা।
অনুষ্ঠানের শেষ অংশে জেলার প্রশাসনিক কর্মকর্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, প্রশাসন, নির্বাচন কমিশন এবং গণমাধ্যম—এই তিন পক্ষের সমন্বিত প্রচেষ্টাই একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মূল শক্তি।
অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরাও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, নির্বাচনকালীন চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের আলোচনামূলক সভা মাঠপর্যায়ের সাংবাদিকদের কাজকে আরও সুসংহত করে।
জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) বেনজির আহমেদ এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম, রাব -৮ কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার মীর মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদসহ স্থানীয় গণমাধ্যমকর্মী।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
