নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রতিবন্ধি রব্বেল আলামিনের টিনসেড় দোকানঘর উচ্ছেদ করে প্রতিপক্ষ মো. রউফ দিঃ এর বিরুদ্ধে সেখানে জোরপূর্বক পাকা ঘর নির্মান প্রচেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিবন্ধীর স্ত্রী হোসনেয়ারা অতিরিক্ত জেলা জজ ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগ দাখিল করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি লিখিত অভিযোগটি পাঠ করেন। অভিযোগকারী উপজেলার নেংটাদহ গ্রামের রব্বেল আলামিনের স্ত্রী ও বিবাদি রউফ দিঃ একই গ্রামের মৃত সামসুল হকের পুত্র।
বৃহষ্পতিবার নেংটাদহ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীর স্ত্রী হোসনেয়ারা ও স্থানীয়রা জানান, প্রায় দশ বছর আগে নেংটাদহ মৌজার আরএস ১৭৪ নং দাগে রব্বেল আলামিন তিন শতাংশ জমি ক্রয় করে টিনসেড একটি দোকান ঘর তৈরী করে। হঠাৎ প্রতিপক্ষগণ দোকান ঘরটি ভেঙ্গে দিয়ে ইটের পাকা ঘর নির্মান শুরু করলে হোসনেয়ারা আদালতে হাজির হয়ে দোকান ঘর ভাঙ্গা ও জমিতে জোরপূর্বক ঘর নির্মান শুরু করার অভিযোগ এনেছেন। তাদের ঘর নির্মানে বাধা-নিষেধ করলে মারপিটের হুমকি দেয়। তার স্বামী প্রতিবন্ধী অসহায় মানুষ। এ অবস্থায় হোসনেয়ারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়েছেন। এ বিষয়ে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন শুনানীর জন্য আগামী ৯ ডিসেম্বর দিন ধার্য্য করেছেন।