নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের হরতকিতলায় অবস্থিত আবুল হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলে গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ সেবামূলক আয়োজন করা হয়।
স্থানীয় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পটি এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। সকাল থেকে বিভিন্ন বয়সের বিপুল সংখ্যক নারী, শিশু, প্রবীণ এবং সাধারণ মানুষ চিকিৎসা নিতে ক্যাম্পে ভিড় করেন। বিশেষ করে শিশু, নারী ও প্রবীণ রোগীদের উপস্থিতি উল্লেখযোগ্য ছিল। ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্যসেবা প্রদান করেন।
চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ: ডা. মোছা. সুলতানা রাজিয়া (লাকি), নবজাতক ও শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ: ডা. মো. আব্দুল আউয়াল,বক্ষব্যাধি, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ: ডা. মো. রিয়াসাদ মাহবুব, নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ: ডা. নিপেন্দ্র নাথ রায়।
সারা দিনব্যাপী আয়োজনে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যপরামর্শ, রক্তের গ্রুপ পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনা গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় মানুষ যেন সহজে স্বাস্থ্যসেবা পায় এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ে - এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজনটির সহায়তায় ছিল নিউ এভারকেয়ার স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নীলফামারী। সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে নেওয়া এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। চিকিৎসক, অতিথি এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকাবাসী।
আয়োজকেরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ ধরনের উদ্যোগ গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।