জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কেবল সমমনা আট দলের নয়, বরং ১৮ কোটি মানুষের বিজয় দেখতে চান। তার দাবি, সে বিজয় অর্জিত হবে কোরআনের আলোকে, আর চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজবে। তিনি বলেন, “আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।” গতকাল (৫ ডিসেম্বর, শুক্রবার) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি মাঠে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন সকাল থেকে লালদীঘি ময়দান ভরে ওঠে বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে। দুপুর পৌনে ২টায় শুরু হয় সমাবেশের মূল অনুষ্ঠান। সমাবেশ পরিচালনা করেন নগর জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন।
প্রধান বক্তা ডা. শফিকুর রহমান আরও বলেন, “যারা উন্নয়নের নামে রাস্তাঘাট বানিয়েছিল বলে দাবি করেছিল, তারাই দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে। শাপলা চত্বরে বহু আলেমকে হত্যা করা হয়েছিল। ফ্যাসিবাদীরা রক্ত হাতে ক্ষমতায় এসেছিল এবং রক্ত হাতেই বিদায় নিয়েছে। দেশের সবকিছু ধ্বংস করা হয়েছে, কিন্তু ফ্যাসিবাদকে আর শক্তিশালী হতে দেওয়া হবে না।”
খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হলে তার দায় সরকারকেই নিতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া চাই।”
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, “১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পরও বৈষম্য দূর হয়নি। ২০২৪ সাল পর্যন্ত যাদের হাতে ক্ষমতা গেছে, তারা বৈষম্যমুক্ত দেশ গড়তে ব্যর্থ হয়েছে। তাই পাঁচ আগস্টের আন্দোলনে হাজারো প্রাণহানির পরও মানুষ মুক্তি পায়নি। সামনে আবারও চাঁদাবাজ ও অত্যাচারীদের বিরুদ্ধে আন্দোলন হবে। ইসলাম প্রতিষ্ঠিত হলে বৈষম্য থাকবে না; কেউ দশ তলায়, কেউ নিচতলায়—এমন বৈষম্যমূলক সমাজ আর থাকবে না।”
নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী বলেন, “দেশে ইসলামের জোয়ার উঠেছে, আর চট্টগ্রাম তার ঘোষণা দিচ্ছে। শহীদদের রক্তের দাবি পূরণ করতে হবে এবং তাদের আত্মত্যাগের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে হবে।”
এছাড়া বক্তব্য দেন জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আনোয়ারুল ইসলাম।
সমাবেশ শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।