দুঃস্থ প্রতিবন্ধী ও অসহায় শিশুদের অবহেলা না করে তাদেরকে সমাজের “সুবর্ণ
নাগরিক” বলে উল্লেখ করে এই সুবিধা বঞ্চিতদের কল্যাণে দায়িত্ব পালনে সরকার,
প্রশাসন এবং স্বচ্ছল ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক
প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৪ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়াস্থ নবকুঁড়ি কর্মমূখী সংস্থা ও দি স্কয়ার
ডিজিটাল থার্মাল ফিজিওথেরাপী এন্ড জিম সেন্টার এর উদ্যোগে স্থানীয় পৌর
কমিউনিটি সেন্টারের দু’তলায় আলোচনা সভা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার
সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। নবকুঁড়ি কর্মমুখী সংস্থার চেয়ারম্যান
কোহিনুর বেগম এর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন
সমাজসেবা প্রকল্প সমন্বয়কারী পরিষদ সভাপতি মেহেরুন নিসা মেহেরীন। বিশেষ
অতিথি ছিলেন পীস ভিশন বাংলাদেশ এর সভাপতি এড. শেখ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক
শরীফ আহমেদ খান, ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ এর সভাপতি আলী মাউন পিয়াস,
সহ-সভাপতি সাংবাদিক আবুল হাসনাত অপু, ডেন্টিস্ট মোঃ মোফাকখারুল ইসলাম
ছামি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনেস্কো ক্লাব ব্রাহ্মণবাড়িয়া’র সভাপতি মোঃ
আমীর ফারুক, ওলামা দল জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ সারোয়ার কায়সার
টিপু, ইঞ্জিনিয়ার মহসিন কায়েশ, সমাজসেবক আনিসুর রহমান রুহেল, সৌরভ
তানভীরসহ উপস্থিত অভিভাবকগণ। দ্বিতীয় পর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা
হয়।