× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস

মো: আরিফুল ইসলাম ,বাঘাইছড়ি (রাঙামাটি)

০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় যুব রেড ক্রিসেন্ট বাঘাইছড়ি টিমের উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস-২০২৫ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ৫ ডিসেম্বর (শুক্রবার) উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণীর মাধ্যমে স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, মানবিকতা ও ত্যাগকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট এর আজীবন সদস্য সেলিম উদ্দিন বাহারির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মারিশ্যা জোন (২৭ বিজিবি)–এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এবং গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান। তবে আকস্মিক ব্যস্ততার কারণে তারা উপস্থিত থাকতে পারেননি।

হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ এর সঞ্চালনায় পরিস্থিতি বিবেচনায় অনুষ্ঠানের প্রধান অতিথির দায়িত্ব পালন করেন বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির।

এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউট বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক - সিরাজুল ইসলাম, রাঙ্গামাটির জেলার রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য - নুর উদ্দিন রাজু, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক – আনোয়ার হোসেন, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ যুব রেড ক্রিসেন্ট উপজেলা টিম ও কলেজ টিমের সক্রিয় যুব সদস্যবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, পাহাড়ি এলাকায় মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক দায়িত্ব পালনে যুব রেড ক্রিসেন্ট যে ভূমিকা রেখে চলেছে, তা সত্যিই অনুকরণীয়। এই টিমের তারুণ্য, নিষ্ঠা ও সাহস বাঘাইছড়ির জন্য গর্বের বিষয়।

স্বাগত বক্তব্যে যুব রেড ক্রিসেন্ট বাঘাইছড়ি টিমের দায়িত্বশীল যুব সদস্য মো: আরিফুল ইসলাম বলেন, বিগত বছরে আমরা দুর্গম পাহাড়ি এলাকায় জরুরি সেবা, প্রাথমিক চিকিৎসা সহায়তা, রক্তদান কার্যক্রম, দুর্যোগ-প্রতিরোধ প্রশিক্ষণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো বহু সেবা কার্যক্রম পরিচালনা করেছি। মানবতার ডাকে ছুটে যাওয়া আমাদের দায়িত্ব এবং আমরা সে পথেই অটল।

এছাড়াও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজকের এই দিনে বাঘাইছড়ির এই উদ্যমী যুব টিমের সাথে থাকতে পেরে আমরা গর্বিত। স্বেচ্ছাসেবক হওয়া মানে শুধু একটি কাজ করা নয়, এটি একটি মহৎ অঙ্গীকার। এই যুবকেরা প্রমাণ করেছে যে, বয়সে তরুণ হলেও মানবিকতার ক্ষেত্রে তারা অভিজ্ঞদের চেয়ে কোনো অংশে কম নয়।

যখন দেখি দুর্গম এলাকায় রক্তদান ক্যাম্পের মাধ্যমে জীবন বাঁচানো হচ্ছে, বা প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে তারা প্রথম সারিতে আছে, তখন সত্যিই প্রেরণা জাগে।

আলোচনা সভা শেষে বিগত বছরে মানবিক কার্যক্রমে বিশেষ অবদান রাখা স্বেচ্ছাসেবকদের মেডেল, সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি এবং মানবতার তারুণ্য সংগঠনকে যুব রেড ক্রিসেন্ট, বাঘাইছড়ি উপজেলা টিমের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন।

স্বেচ্ছাসেবকরা জানান, এ ধরনের আয়োজন তাদের কাজে নতুন অনুপ্রেরণা যোগায়। তারা প্রতিশ্রুতি দেন আগামী দিনে বাঘাইছড়ি উপজেলায় যুব রেড ক্রিসেন্টকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও মানবিক সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

দিনব্যাপী সফল ও সুশৃঙ্খল আয়োজন সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সকল অতিথি, স্বেচ্ছাসেবক, সাংবাদিক এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.