× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কিছু দলের জমিদারী ভাব কমেছে, কিন্তু সন্ত্রাসের রাস্তা ধরেছে: রফিকুল ইসলাম খান

‎ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

‎জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, কিছু দল অতিতে দুর্নীতিতে ৫ বার চাম্পিয়ন হয়েছিল। এখন আবার নতুন করে চাঁদাবাজি থেকে শুরু করে বালি খাওয়া, পাথর খাওয়া শুরু করেছে। এরা ক্ষমতায় গেলে দেশের মাটিও খেয়ে ফেলবে। আগষ্টের পরে নিজেরা দেশের মালিক মনে করা শুরু করেছিল। কিন্তু দেশের জনগণ চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীদের প্রত্যাখাত করেছে। ক্ষমতায় আসার আগেই পতন হয়েছে। জমিদারি ভাব কমেছে। তবে বর্তমান সন্ত্রাসীর রাস্তা ধরেছে।

‎শুক্রবার (০৫ ডিসেম্বর) বিকেলে ঈশ্বরদী বাসট্যান্ড মাঠে আয়োজিত অধ্যাপক আবু তালেব মন্ডলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি বলেন, সন্ত্রাসী কার্যক্রম বাদ দিয়ে ভালো রাস্তা ধরুন। জনগণের চিন্তাভাবনা বুঝবার চেষ্টা করুন। নির্বাচনের প্রার্থীদের বহরে হামলা করা বন্ধ করুন। নারীদের কোরআনের পোগ্রামে হামলা বন্ধ করুন।

‎সব বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির শিবির অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। ৫ গুন ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে। দেশের মানুষ মনে করে এবার নিরবে ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লা ক্ষমতায় যাবে।

‎রফিকুল ইসলাম খান বলেন, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে রাজা হবো না, সেবক হবো। যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। অতিতে যারা ক্ষমতায় ছিলেন রাষ্ট্রীয়ভাবে মিলকারখানা গড়ে তোলেনি। নিজেদের নামে করেছে। আমরা নতুন নতুন মিল কলকারখানা গড়ে তুলব। সবাইকে কর্মে পরিনত করব। নারীরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবে। দুর্নীতমুক্ত বাংলাদেশ গড়ব। বিশ্বের দরবারে ৫ বছরের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে।

আগামী নির্বাচন কোনভাবেই বিলম্ব করা চলবে না। যথা সময়ে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে। দেশবাসী এখন নির্বাচনের ভোটের আগ্রহে রয়েছে। যারা গণভোট চায়নি তাদের দাবির প্রেক্ষিতে ভোট পেছাবে না। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠিত করা হলে জনগণ তালগোল পাকিয়ে ফেলবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে।

‎ঈশ্বরদী এক নেতার নাম উল্লেখ না করে তিনি বলেন, ওনি নাকি ধানের শেষের বাহিরে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিহবা কেটে নিবেন, ইমাম-মুয়াজ্জিনকে চাকুরচ্যুত করবেন। তার কথার কোন দাম নেই, তার কথায় পাতাও নড়ে না। আবু তালেব মন্ডলকে বিজয় করার মাধ্যমে তাকে উচিত জবাব দেওয়া হবে।

‎প্রহসনের বিচার করে জুডিশিয়াল ক্লিংয়ের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছে আমাদের শীর্ষ নেতাদের। জামায়াতের নিবন্ধন বাতিল করেছিল। আমরা কি দমে গিয়েছি? জামায়াত কোন হুঙ্কারের ভয় করে না। আল্লাহ ছাড়া জামায়াত কাউকে পরওয়া করে না বলে উল্লেখ করেন তিনি।

‎ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর নুরুজ্জামান প্রামানিকের সভাপত্বি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা-৪ আসনের এমপি পদপ্রার্থী ও জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম হোসেন রনি, পাবনা জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান, সহকারী সেক্রেটারি আবু সালে আব্দুল্লাহ, এস এম সোহেল প্রমুখ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.