× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

হৃদয় হাসান ,মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩২ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৬ ডিসেম্বর) দুপুরে বালিজুড়ী শাহ মাহমুদ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল ও মহিলা সমাবেশের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক ও জামালপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল। বিশেষ অতিথির বক্তব্য দেন- মোস্তাফিজুর রহমান বাবুলের সহধর্মিণী তুহিনা আক্তার শিউলি, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক রকিবুল ইসলাম লিটন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান অভি,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান সাকু,মহিলা বিষয়ক সম্পাদিকা কামরুন্নাহার বেগম প্রমুখ। 

দোয়া মাহফিল ও মহিলা সমাবেশে উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ মহিলা দলের পাঁচ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামাদলের সভাপতি হাফেজ আব্দুল মোতালেব সেলিম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.