× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর বিদায় ও হিফজ সমাপনীতে পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি

০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

লক্ষ্মীপুরের রায়পুরে দারুল কুরআন ইসলামী একাডেমিতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রায়পুর পৌর শহরের একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাহাপুর জামে মসজিদের খতিব ও চাটখিল জামেয়া উসমানিয়ার মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালিয়া মাদ্রাসাতুদ দাওয়ার প্রিন্সিপাল মুফতি নুরুদ্দিন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ ইমরান হোসেন, শিক্ষক মোহাম্মদ সজল, মাওলানা ইব্রাহিম, মাওলানা ইলিয়াস, হাফেজ ইয়াসিন ও হাফেজ ওমর ফারুক।

অনুষ্ঠানে বিশজন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীকে পাগড়ি পরিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি পঞ্চম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ দোয়া ও ছবক প্রদান করেন প্রধান অতিথি।

আয়োজনটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনের প্রেরণা হিসেবে কাজ করবে বলে অভিভাবক ও অতিথিরা মন্তব্য করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.