বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আসর কসবা উপজেলার ১০ নং বায়েক ইউনিয়নের অষ্ট জঙ্গল বাজারে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন—জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন তুহিন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, ১০ নং বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান, সাধারণ সম্পাদক মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম। এ ছাড়া স্থানীয় বিএনপি–অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জানানো হয়, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। তিনি যেন নিরাপদে যাত্রা করতে পারেন এবং সেখানে পৌঁছে সফলভাবে চিকিৎসা নিতে পারেন—এ জন্য বিশেষ দোয়া করা হয়। পরে তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য মোনাজাত অনুষ্ঠিত হয়।