মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন কর্তৃক প্রদানকৃত বাংলাদেশ স্কাউটস এর স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড শাপলা কাব, "প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড"(পিএস) পেলেন আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সাইন্স টেকনোলজির শিক্ষার্থী 'মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ'।
শনিবার বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চলে “প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড” বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। রাষ্ট্রপতির পক্ষে অ্যাওয়ার্ড ও সনদ হস্তান্তর করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: শামছুল ইসলাম। সৌরভ ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোহাম্মদ রফিক উল্যাহ ও নাজমুন নাহারের ছেলে।
বিদ্যালয় সূত্রে জানা যায়,তিনি আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলে অধ্যয়নকালে দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় উপজেলা, জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ে লিখিত, মৌখিক, ব্যবহারিক এবং সাঁতার মূল্যায়ন, পরিশ্রম, মেধা, সৃজনশীলতা ও প্রযুক্তি ব্যবহার দক্ষতাকে কাজে লাগিয়ে নির্বাচিত হয়ে এই কৃতিত্ব অর্জন করেন এ মেধাবী শিক্ষার্থী।মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুল স্কাউট গ্রুপের নেতৃত্বে ছিলেন দীর্ঘদিন। সর্বশেষ সিনিয়র পেট্রোল লিডারের দায়িত্বে পালন করেন। বর্তমানে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সিনিয়র রোভার মেট এর দায়িত্ব পালন করছেন।
অ্যাওয়ার্ড পরবর্তী অনুভূতি সম্পর্কে জানতে চাইলে সৌরভ বলেন, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করা প্রত্যেক স্কাউট এর জীবনে স্বপ্ন থাকে। এটি আমার জীবনে সবচেয়ে বড় অর্জন। স্কাউট জীবনের শুরু থেকেই আমি সবসময় এই সম্মাননা অর্জনের স্বপ্ন দেখতাম। আমার সেই স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।সৌরভ থেকে পিএস সৌরভ হওয়ার যাত্রায় আমাকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা ও সাহস যুগিয়েছেন আমার মা এবং পরিবারের সদস্যরা। এছাড়া, বিদ্যালয়ের ইউনিট লিডার জনাব বেলায়েত হোসেন স্যার এবং দাগনভূঞা উপজেলা স্কাউটসের সাথে সম্পৃক্ত সকল লিডারদের সহ ফেনী জেলা স্কাউটসের সাবেক ও বর্তমান সকল স্কাউট সদস্যদের প্রতি আমি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রসঙ্গত, অ্যাওয়ার্ডটি মোহাম্মদ মুজাহিদ ইসলাম সৌরভ তার সবচেয়ে প্রিয় মানুষ মা ও বাবাকে উৎসর্গ করেছেন।