× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন, ইউকে উদ্যোগে কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ

মাদারীপুর প্রতিনিধি:

০৬ ডিসেম্বর ২০২৫, ২০:০৮ পিএম । আপডেটঃ ০৬ ডিসেম্বর ২০২৫, ২১:২৫ পিএম

মাদারীপুরে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন, ইউকে। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের চরমগুরিয়া পৌর কমিউনিটি সেন্টারে সংগঠনটির উদ্যোগে ৬০ জন অসহায়, হতদরিদ্র ও এতিম শিশুর মাঝে পবিত্র কোরআন শরীফ ও নগদ অর্থ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি স্থানীয় বিএনপি নেতা ফিরোজ হাওলাদার লিথু এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী জাহান্দার আলী জাহান। প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী জাহান বলেন, “মানবিক কাজে এগিয়ে আসা প্রত্যেকটি মানুষের প্রতি আমরা কৃতজ্ঞ। সমাজের অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোই সবচেয়ে বড় কাজ। স্মার্ট মাদারীপুর অ্যাসোসিয়েশন ইউকে দেশের মানুষের প্রতি যে ভালোবাসা দেখাচ্ছে, তা অনুকরণীয়।” এসময় তিনি তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিয়ে দেশ সেবা করার সুযোগ দেওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক নাসির উদ্দিন লিটন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও উপকারভোগীরা। মানবিক এই সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.