× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীতে শীতবস্ত্র বিতরণে অসহায়দের মুখে ফুটলো হাসি

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২৯ পিএম

শীতের প্রারম্ভে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে শনিবার (৬ ডিসেম্বর) নীলফামারীর সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এই কার্যক্রমটি পরিচালনা করেছে তরুণ সহযোগী সংগঠন, নীলফামারী (ঞঝঝঘ), যেখানে ৪০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এডভোকেট আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. আব্দুল কুদ্দুস এবং রংপুর থেকে সহযোগিতায় উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম সুমন। সভাপতিত্ব করেন সানজিদা পারভীন সেতু। সাধারণ সম্পাদক আল রিজুওয়ান ইসলাম রিয়াদ, অর্থ সম্পাদক ফারহান লাবিব ও প্রচার সম্পাদক মোস্তাকুর রহমান মোরশেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরিচালক মো. আব্দুল কুদ্দুস বলেন, “শীতকাল অনেকের জন্য আনন্দের হলেও, অনেকের জন্য এটি কষ্টের। যাদের কাছে পর্যাপ্ত পোশাক বা আশ্রয় নেই, তাদের সহায়তার জন্য শীতবস্ত্র বিতরণ করা আমাদের মূল উদ্দেশ্য। সমাজে অর্থবিত্তশালী ব্যক্তিরা পাশে দাঁড়ালে এ কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তারা শীতের সময় দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাচ্ছেন। স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.