বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নীলফামারী ইউনিটের বিশেষ সাধারণ সভায় ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) ইউনিট প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জাতীয় পতাকা ও রেডক্রিসেন্টের নিজস্ব পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে প্রয়াত আজীবন সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় আহবায়ক কমিটির সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বজলুল করিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মীর সেলিম ফারুক।
কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন— অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, সৈয়দ মেহেদী হাসান আশিক, আলিফ সিদ্দিকী প্রান্তর, মোস্তফা হক প্রধান বাচ্চু এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হক প্রধান বাচ্চু, চেম্বার’র সাবেক সভাপতি সোহেল পারভেজ এবং সরকারি কৌসুলী অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটের আজীবন সদস্য মারুফ খান।
সভাপতির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, নীলফামারী রেডক্রিসেন্টের নিজস্ব জমি ক্রয় ও বহুতল ভবন নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। এতে মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি মানবিকতা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী এবং আজীবন সদস্য আতাউর রহমান মুকুল।