× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশে পিঠা উৎসব ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী মেলার স্টল বরাদ্দ কার্যক্রম শুরু :

চন্দনাইশ প্রতিনিধি:

০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৬ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:১৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রামের চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে তৃতীয় বারের  মত শুরু হচ্ছে ৩ দিনব্যাপী পিঠা  উৎসব  ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী মেলা চন্দনাইশে উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য শুরু হলো স্টল বরাদ্দ কার্যক্রম চন্দনাইশ কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে  আগামী  ১৯ ডিসেম্বর থেকে   শুরু হবে পিঠা  উৎসব  ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী এটি 

 মেলার ৩য় তম আসর। এ লক্ষ্যে স্টল বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন মেলা সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, আগামী ১৯ ডিসেম্বর থেকে তিনদিন ব্যাপী পিঠা  উৎসব  ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী 

আয়োজনে সার্বিক প্রস্তুতি শুরু হয়েছে বলে জানান আয়োজক কমিটির সদস্য কাজী মিজবাহ উদ্দীন ও আদনিন মরিন। সংগঠনের কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে স্টল কনফার্ম করতে হবে বলে জানান তিনি। 

চলতি মাসের ডিসেম্বরের ১৯ তারিখ থেকে ২১  তারিখ পর্যন্ত চলবে মেলা।  গতবারের মেলার চেয়ে এইবারের মেলায় স্টল সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা। 

এদিকে চলতি মাসে  মেলা করার প্রস্তুতির কথা জানান চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের সভাপতি মরিয়ম বেগম  তিনি আরও জানান, আমাদের স্টল সংখ্যা সীমিত অধিকাংশ স্টল বুকিং হয়ে গেসে 

স্টল বরাদ্দ ও অন্যান্য কার্যক্রম দ্রুতই সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

চন্দনাইশ উদ্যোক্তা ফাউন্ডেশনের উপদেষ্টা শফিকুল ইসলাম রাহী বলেন, পিঠা  উৎসব  ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী  মেলা আমাদের নিয়মিত কার্যক্রম এটা আগামী বছরে ও রুটিন মাফিক  হবে। শুধুমাত্র তারিখ, মেলার  ভেন্যু পরিবর্তন  উপজেলার সকল ইউনিয়নে  এই  মেলা হবে।

চন্দনাইশ সদরস্থ সদ্য কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তিনদিন ব্যাপী  দিনব্যাপী পিঠা  উৎসব  ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী  মেলায় ৩৫ টি স্টল শোভা পাচ্ছে।

আগামী ১৯, ২০,২১   ডিসেম্বর  ৩ দিনব্যাপী পিঠা  উৎসব  ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী  মেলায়

 নিজেদের তৈরী দেশীয় মুখরোচক খাবার যথাক্রমে: আচার, চকলেট, কেক, পেস্ট্রি, মিষ্টি, লাড্ডু, জুসবার, চা-কপি, রকমারি আচার, মসলা আইটেম, খাবারের প্রদর্শনী ও বিক্রয়, কসমেটিসক সামগ্রী, শীতকালীন পোষাক, যাবতীয় পিঠা, 

সেলিব্রিটি বল্ক, সেলিব্রিটি রিভিউ, বিভিন্ন ফুলেল শো-রুম, যাবতীয় লেডিস আইটেমের শো-রুম স্থান পাচ্ছে। 

পিঠা  উৎসব  ও হস্তশিল্প সামগ্রী প্রদর্শনী  মেলায়

প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ব্যক্তিবর্গ উদ্যোক্তাদের হাতে বানানো হোম মেইড খাবার স্বাদ নিবেন, খাবারের গুণগত মান পরিদর্শন করবেন। প্রতিদিন সঙ্গীতানুষ্ঠান, আলোচনা ও কথামালা, জাদু প্রদর্শনী, সমাপনী দিনে সেরা স্টলের পুরষ্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছে। চন্দনাইশে তৃতীয় বারের  মত উদ্যোক্তা ফাউন্ডেশনের আয়োজনকে স্বাগত জানিয়েছেন এলাকার সুশীল সমাজের মানুষ। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্দনাইশে সৃষ্টি হবে উদ্যোক্তা, লাভবান হবেন বেকার যুব সমাজ ও তাদের পরিবার।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.