× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ভাইসহ নিহত ৩

মো. রফিকুল ইসলাম ,ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফরিদপুরের ভাঙ্গায় বরিশাল-ফরিদপুর মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই সাহাদর ভাই সহ ৩ জন নিহত হয়েছে।  রোববার (৭ ডিসেম্বর) শেষ রাতের দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের ইউনিয়নের মাধবপুর বাস স্ট্যান্ডের পার্শ্ববর্তী কবরস্থানের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মোহাম্মদপুর এলাকার করিম মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৫) ও রিমন মন্ডল (২০) এবং একই এলাকার শাহিন আলমের ছেলে আশিক মোল্লা (২২)।

পুলিশ জানিয়েছে, তারা পরিবারের এক আত্মীয়ের মৃত্যুসংবাদ পেয়ে মোটরসাইকেলযোগে (ঝিনাইদহ-ল-১১-৯২৫৭) ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন। মাধবপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত আরও একজন আরোহী আশিককে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল বলেন, দুর্ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়ে দুইজনকে মৃত অবস্থায় দেখতে পাই। একজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তিনজনের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ হেলাল উদ্দিন বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর পর অজ্ঞাত গাড়ির চাপায় তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত গাড়িটি শনাক্ত করার জন্য পুলিশের চেষ্টা চলমান সহ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.