× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাজস্থলীতে বিদেশি সিগারেট পাচারকালে ইউপি সদস্যসহ আটক ৪জন

মধ্যরাতে যৌথ অভিযানে ২১ লাখ টাকার মালামাল জব্দ

উচ্চপ্রু মারমা রাজস্থলী রাঙ্গামাটি প্রতিনিধি।

০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

পার্বত্য জেলা রাঙ্গামাটির রাজস্থলীতে ২১ লক্ষ টাকার বিদেশি সিগারেট পাচারকালে ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল মেম্বার সহ ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।রবিবার (৭ ডিসেম্বর ) মধ্যরাতে উপজেলার ১ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের মিতিঙ্গ্যা ছড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের মৃত চিত্ররন্জনের ছেলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দাশ,মো, সাজ্জাদ শফিপুর পাথরবন পাড়া,মহিবুল ইসলাম শফিপুর শহিদুল ইসলামের একই এলাকার ছেলে।রনি তঞ্চঙ্গ্যা সে রাজস্থলী বাজারের গোলকধন তঞ্চঙ্গ্যার ছেলে।

রাজস্থলী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই ৩৮ বীর কাপ্তাই জোনের অধীন রাজস্থলী উপজেলার মিতিংগা ছড়ি সেনা ক্যাম্পের জেসিও মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামী শিমুল মেম্বার এর ব্যবহ্নত গাড়ী নং ২৮ তল্লাশি করে বিদেশি সিগারেট জব্দ করা হয়। একই সাথে ৪জনকে আটক করা হয়।

সূত্রে আরও জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত এবং তারা সীমান্তবর্তী জুরাছড়ি উপজেলা থেকে এসব ভারতীয় পণ্য সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ক্রয় করে চট্রগ্রাম জেলার রাঙ্গুনিয়া সরভভাটা শিলক সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছেন। জব্দ করা বিদেশি সিগারেটের মধ্যে রয়েছে ওরিস,৮ কার্টন,৪০০ পেকেট,পেট্রোন ১০ কার্টন, বেন্সন ৫ কার্টন,

এ বিষয়ে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন,আমি আজ খাগড়াছড়ি উপজেলার দীঘিনালা থানায় বদলি হয়েছি। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৯৭৪ এর ২৫ এর বি ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। রাজস্থলীতে পূর্বের ন্যায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.