ঝালকাঠির নলছিটিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে প্রাণ হারিয়েছেন বাচ্চু মল্লিক (৪৫) নামের এক কৃষক। রবিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার সুবিদপুর ইউনিয়নের ইছাপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম।
নিহতের ভাই আবু বকর মল্লিক জানান, সকাল আনুমানিক দশটার সময় আমার ভাই নিজ জমিতে লাগানো সবজি গাছ পরিদর্শন করার জন্য যান। এসময় পাশের জমিতে প্রতিবেশী পিন্টু হাওলাদার ও আলাউদ্দিন জোমাদ্দার ইঁদুর মারার জন্য বিদ্যুৎ দিয়ে ফাঁদ পেতেছিলেন।
ওই ফাঁদেই তিনি জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে অস্বাভাবিকভাবে সবজি ক্ষেতে পড়ে থাকতে দেখে আমরা প্রথমে মনে করেছিলাম তিনি ষ্ট্রোক করেছেন পরে তার পায়ে জড়ানো বিদ্যুতের তার দেখতে পাই। নিহত বাচ্চু মল্লিক ওই গ্রামের জলিল মল্লিকের ছেলে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস ছালাম জানান, ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যুর খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে, পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।