ছবি: সংবাদ সারাবেলা।
চট্টগ্রাম-৭ রাঙ্গুনিয়া সংসদীয় আসনে আহলে সুন্নাত ওয়াল জামা'আত সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি প্রতীকের প্রার্থী এডভোকেট এম ইকবাল হাছানের নির্বাচনী বিশাল জনসভ গণজোয়ারে পরিণত হয়েছে।
৬ ডিসেম্বর(শনিবার) বিকাল থেকে রোয়াজারহাট রাঙ্গুনিয়া ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত এই জনসভায় উপচে পড়া মানুষের ঢল এ প্রার্থীর প্রতি জনসমর্থনকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়।
উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ করিম উদ্দিন হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জনসভা প্রস্তুতি কমিটির আহবায়ক আকতার হোসেন।
জনসভায় প্রস্তুতি কমিটির সচিব মুফতি সাইফুল ইসলামকে সঞ্চালনায় বক্তব্য দেম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ মুফতি অসিউর রহমান, মাওলানা আবুল আসাদ জুবায়ের রেজভী, রাহাতিয়া দরবারের পীরজাদা সৈয়দ ওবায়দুল মোস্তাফা নঈমী আশরাফী, আ ন ম নজমুল হোসাইন নঈমী, রুহুল ভান্ডার দরবার শরীফের শাহজাদা শফিউল বশর মাইজভান্ডারি, অধ্যক্ষ জরিফ আলী আরমানী, হাফেজ আব্দুর রহমান জামি, মাহমুদুর রশিদ মাসুদ, কেন্দ্রীয় ছাত্রসেনার সাবেক সভাপতি এইচ এম শহিদুল্লাহ, ইসলামী বক্তা মাওলানা এনাম রেজা, মাস্টার মোহাম্মদ ইসমাইল, যুবনেতা আজিম উদ্দিন আহমেদ, সৈয়দ মোহাম্মদ গোলাম কিবরিয়া, যুবনেতা আমান উল্লাহ আমান, নুরুল্লাহ রায়হান খান, মাওলানা মুহাম্মদ ইদ্রিস, করিম উদ্দিন নুরী, মাস্টার মুহাম্মদ শাহ শাউন, মাস্টার আব্দুল কাদের-সহ যুবসেনা ও ছাত্রসেনার কেন্দ্রীয় সাবেক নেতৃবৃন্দ। এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলা ও পৌর ফ্রন্টসহ জেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে প্রধান বক্তব্যে এডভোকেট ইকবাল হাছান বলেন, বিভাজন নয়-সমৃদ্ধ রাঙ্গুনিয়ার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়া গড়ে তুলবো। আউলিয়া কেরামের মতোই শান্তি-নিরাপত্তার রাঙ্গুনিয়া গড়াই আমাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, রাজনীতির নামে মানুষের ঘরে আগুন জ্বালানো, সংঘাত সৃষ্টি করা, টেন্ডারবাজি ও ভোট সেন্টার দখলের রাজনীতি রাঙ্গুনিয়ায় আর চলবে না। আমরা শান্তিপ্রিয় মানুষের রায় নিয়ে সব অনাচার ও জুলুমের অবসান চাই।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান-আসুন, প্রতিহিংসা নয়-শান্তি ও সম্প্রীতির ভিত্তিতে নতুন রাঙ্গুনিয়া গড়ি। রাঙ্গুনিয়ার মানুষের সিদ্ধান্তই হোক রাঙ্গুনিয়ার প্রতিনিধিত্বের একমাত্র পথ।
রাঙ্গুনিয়ার নতুন কান্ডারী ইকবাল হাছান’-বক্তারা রাঙ্গুনিয়ার গণমানুষের জোয়ার প্রমাণ করছে-আগামী সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার কান্ডারী হতে যাচ্ছেন এডভোকেট ইকবাল হাছান। রাঙ্গুনিয়ার আপামর জনতা এবার শান্তি, মানবিকতা ও ইতিবাচক রাজনীতির প্রতীক ‘মোমবাতি’কেই নির্বাচিত করবে।
সমাবেশে উপস্থিত হাজারো মানুষের উচ্ছ্বাস-উদ্দীপনায় রোয়াজারহাট জনসভা পরিণত হয় শান্তি, সম্প্রীতি, মানবিকতা ও ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকারময় এক বৃহত্তর গণসমাবেশে।
জনসমাবেশ শেষে মোমবাতির সমর্থনে বিশাল বর্ণনা র্যালি অনুষ্ঠিত হয়। র্যালীটি রোজারহাট থেকে শুরু হয়ে ইছাখালী এসে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
