× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহ নেতৃবৃন্দের সাথে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীয়া প্রতিনিধি :

০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের উদ্যোগে  উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান। এ সময় সমিতির পক্ষ থেকে ইউএনওকে ফুলের তোড়া প্রদান, পরিচিতি বিনিময় ও সমিতির চলমান কার্যক্রম উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক মোঃ আব্দুল হাকিম, আব্দুল লতিফ মিয়া, সমিতির আহবায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সদস্য অধ্যাপক মোঃ রুহুল আমিন, এডভোকেট পারোয়ার হোসেন পিন্টু, রোমেন হোসাইন, এডভোকেট রিয়াজ উদ্দিন, অধ্যাপক গোলাম মোস্তফা, মোঃ খুরশিদ আলম দুদু, সাংবাদিক শফিকুল ইসলাম, আলী আশরাফ,আব্দুস সাত্তারসহ সমিতির আরও অনেক সদস্য।

সমিতির কর্মকাণ্ডের প্রশংসা ইউএনওর ফুলবাড়ীয়া সমিতির পক্ষ থেকে এলাকার মানুষের উন্নয়ন, সামাজিক সহযোগিতা, শিক্ষা সংস্কৃতির প্রসার ও ঐক্যবদ্ধতার বিষয়ে ইউএনওকে অবহিত করা হয়।

এসব কার্যক্রম মনোযোগ দিয়ে শোনার পর উপজেলা নির্বাহী অফিসার সমিতির প্রশংসা করে বলেন,ফুলবাড়ীয়ার মানুষ যেখানেই থাকুক, তাদের মাঝে পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমিতির এমন ইতিবাচক ভূমিকা এলাকাবাসীর কল্যাণে বড় ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন,আপনারা সবাই একসাথে সংগঠিত হয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছেন, এটি আনন্দের বিষয়। আপনাদের ম্যাগাজিনে লেখার জন্য সুযোগ হলে অবশ্যই চেষ্টা করব ইনশাআল্লাহ।

সমিতির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয় সাক্ষাতে সমিতির নেতৃবৃন্দ শিক্ষা উন্নয়ন, মানবিক সহায়তা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বার্ষিক ম্যাগাজিন প্রকাশসহ আগামী দিনের পরিকল্পনা ইউএনওর কাছে তুলে ধরেন। ইউএনও এসব উদ্যোগে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

প্রশংসার বাক্যে ধন্যবাদ জানান সমিতির নেতারা শেষে ইউএনওর আন্তরিকতা ও সহযোগিতার আশ্বাসে সমিতির নেতারা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.