রাজশাহী মোহনপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) মোহনপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৭ ডিসেম্বর) সকালে মোহনপুর মহিলা ডিগ্রি কলেজ চত্ত্বরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী,গনতন্ত্রের মানস কন্যা, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানবতার মা, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
মোহনপুর উপজেলা বাকশিসের সভাপতি সহকারী অধ্যাপক শাহ আলমের সভাপতিত্বে ও বাকশিসের যুগ্ম- সম্পাদক সহকারী অধ্যাপক মফিজ উদ্দীন সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত হিসেবে ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি'র সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব অর রশিদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম- সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দীন সরকার, মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস নাজনীন আরা, বাকশিসের সিনিয়র সহ সভাপতি ও সহকারী অধ্যাপক ইমরান পারভেজ, সহ সভাপতি ও সহকারী অধ্যাপক বাবুল আক্তার, সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক রবিউল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক খুশবর আলী, সাংগঠনিক সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম,ছাত্রনেতা শাহরিয়ার ইমনপ্রমুখ এছাড়াও মোহনপুর উপজেলার বিভিন্ন কলেজের শিক্ষক কর্মচারী এবং বাকশিসের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনায় করেন বাকশিসের সহ সাংগঠনিক সম্পাদক ও মোহনপুর মহিলা ডিগ্রি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক রহেল উদ্দীন।