দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছেড়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন মিয়া তার ফেসবুক আইডিতে এই ভিডিওটি পোষ্ট করেন। গত ৫ ডিসেম্বর মোবাইলে ধারণ করা ওই ভিডিওতে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন ।
রোববার( ৭ ডিসেম্বর ) দুপুরে মো. হোসেন মিয়া সাংবাদিকদের বলেন, গত শুক্রবার ৫ ডিসেম্বর একটি সামাজিক বিচারে আমার প্রতি অন্যায়ভাবে রায় দেওয়া হয়েছে এতে আমার পরিবারের লোকজন আমার প্রতি ক্ষিব্দহয় তারা এই রায় মেনে নিতে পারে নাই অন্যায়ভাবে এই রায় দেওয়া হয়েছে ৷
যার কারনে আমি ক্ষোভে রাগে দুধদিয়ে গোসল করে রাজনিতি থেকে বিদায় নেই ৷ এতে আমার দলের কোন লোক জড়িত ছিলো না বা তাদের কোন দোষও নাই ৷ আমার পরিবারের উপর রাগকরে আমি এটি করেছি ৷ তবে আমার রাজনৈতিক নেতৃবৃন্দ যদি সঠিক তদন্ত করে একটি সুষ্ঠ্য সমাধান দেয় তাহলে আমি পুনরায় রাজনিতিতে ফিরে আসবো এহং দলের জন্য কাজ করবো ৷
কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মহসিন বেপারী বলেন, হোসেন মিয়া বর্তমান কমিটিতে না থাকলেও সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। আমার এলাকায় কয়েকদিন আগে একটি সামাজিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনা কেন্দ্র করে অভিমানের বসেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর একটি ভিডিও পোস্ট করে হোসেন। এখন ওই সমস্যা সমাধান হয়ে গেছে। হোসেন আবারো আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে এবং আগামী দিনে ধানের শীষ প্রতীক বিজয়ী করতে অগ্রণী ভূমিকা পালন করবেন।