× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে অসহায় নারীদের সেলাই মেশিন, শীতার্তদের শীতবস্ত্র দিলেন আদর্শ ছাত্র ও যুব সমাজ

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সারা বাংলাদেশসহ চট্টগ্রাম সীতাকুণ্ড ও মিরসরাই অঞ্চলের বিধবা ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগী বিভিন্ন সামাজিক সংগঠন। সেই ধারাবাহিকতায় সীতাকুণ্ডের সুপরিচিত সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ গ্রহণ করেছে বিশেষ মানবিক উদ্যোগ।

রবিবার (৭ ডিসেম্বর) সীতাকুণ্ড সিকিউরিটি সিটির চলমান মাসব্যাপী মেলা প্রাঙ্গণে আদর্শ ছাত্র ও যুব সমাজ আয়োজিত মাসব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা সেবা ক্যাম্পে, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন— সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাফায়েত হোসেন, সিকিউরসিটির চেয়ারম্যান ও ব্যবস্থাপক আক্তার হোসেন, থিংকওয়েল ইংলিশ স্কুলের ভাইস প্রেসিডেন্ট শামসুল হুদা, সেক্রেটারি শাহাদাত হোসেন, আদর্শ ছাত্র ও যুব সমাজের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন— সরোয়ার উদ্দিন আনসারী, মো. মোক্তার হোসাইন সাইমন, আব্দুল হালিম, আইমন, ফয়সাল, রাহাত এবং স্বেচ্ছাসেবী লুৎফা।

বক্তারা বলেন—“সেলাই মেশিন বিতরণ কর্মসূচির লক্ষ্য শুধু কর্মসংস্থান নয়, পরিবারে অর্থনৈতিক স্বনির্ভরতা তৈরি করা।”

উপকারভোগীরা জানান, “এতে আমরা নতুনভাবে জীবিকা শুরু করার সুযোগ পেয়েছি।”

এছাড়াও সুবিধাবঞ্চিত শিশুরা শীতের জ্যাকেট পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে; শিশুদের হাসিমাখা মুখ অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলকে মুগ্ধ করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.