‘এসো মিলি লাল-সবুজের পতাকায়’—এই দেশাত্মবোধক স্লোগানকে ধারণ করে শেরপুরের নালিতাবাড়ীতে গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে উপজেলার মুক্ত দিবস।
রবিবার সকালে সেঁজুতি বিদ্যানিকেতন ও একুশে পাঠচক্রের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান মুনীরুজ্জামান। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন জাতীয় সঙ্গীত।
পরবর্তীতে সকাল ১০টায় সেঁজুতি অঙ্গন থেকে বিজয় শোভাযাত্রা শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন শিক্ষক মনি গাঙ্গুলি এবং সঞ্চালনা করেন শিক্ষক শঙ্করী পাঠক। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিন্সিপাল মুনীরুজ্জামান, শিশু শিক্ষার্থী শায়ন সরকার, মালিহা জাহান ও ঝুম আচার্যসহ আরও অনেকে।
বক্তারা স্মরণ করেন ১৯৭১ সালের এই দিনের ইতিহাস—টানা দু’দিনের ভয়াবহ যুদ্ধের পর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ নালিতাবাড়ী শহরে প্রবেশ করে আকাশ ভরে তোলে বিজয়ের পতাকায়। নালিতাবাড়ীর মুক্তির এ দিনটি তাই স্থানীয় মানুষের কাছে গৌরবের, স্মৃতিময় এক অনন্য অধ্যায়।