× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুন্সীগঞ্জ-৩ আসনে প্রার্থী প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জ প্রতিনিধি

০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

মুন্সীগঞ্জ-৩ আসন (সদর-গজারিয়া) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত মনোনয়ন প্রত্যাহার ও মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রবিবার সকালে সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে সদর উপজেলা, গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ পৌরসভা ও মীরকাদিম পৌরসভা বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এ সময় তৃণমূলের প্রায় ৭৪ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত থেকে তারা দাবি করেন, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় নমিনেশন পূর্ণ বিবেচনা করার জন্য।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল, এস কে এম ইরাদত মানু, শহীদুল ইসলাম কমিশনার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব-উল-আলম স্বপন, মীরকাদিম পৌর বিএনপির সভাপতি আলাহজ্ব জসিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বকুল, সাবেক ভিপি শাহীন মিয়া সহ দুই উপজেলা ও দুই পৌরসভার ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য আতোয়ার হোসেন বাবুল জানান, সদর ও গজারিয়া উপজেলা বিএনপির তৃণমূল নেতৃবৃন্দের সাক্ষরে প্রার্থী প্রত্যাহার করে মো. মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন করা হয়েছে। তিনি আরও জানান, সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তাকে প্রত্যাহার করে মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি করা হয়েছে।

প্রসঙ্গত : গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ৩৬ টি বিএনপি দলীয় নমিনেশন ঘোষণা করেন৷ এরমধ্যে মুন্সীগঞ্জ-৩ আসনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতনকে প্রার্থী ঘোষণা করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.