ছবি: সংবাদ সারাবেলা।
সাংবাদিকতার মান রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকতা একটি বিশাল দায়িত্ব। সঠিক সাংবাদিকতা একটা দেশকে অত্যন্ত ভালো পর্যায়ে নিয়ে যেতে পারে। রিপোর্টার্স ইউনিটি ও অন্যান্য সাংবাদিকরাও সে নীতি অবলম্বন করে দায়িত্ব পালন করবেন।
রবিবার (৭ ডিসেম্বর) ফেনী রিপোর্টার্স ইউনিটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফেনী সদর আসনের সাবেক সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সকল সাংবাদিক সাংবাদিকতার মান রক্ষার জন্য মিলেমিশে কাজ করতে হবে। যদি কোন সহযোগিতা প্রয়োজন হয় তিনি সাংবাদিকদের পাশে থাকবেন। তারপরও যেন সাংবাদিকতায় কোন দ্বিধা-বিভক্তি সৃষ্টি না হয়।
তিনি আরও বলেন,অনেক ত্যাগ তিতিক্ষার পর বহু মানুষের রক্তের বিনিময়ে আজকের এ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। তারা ওয়াদা করেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাবেন। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও বিদেশী সাহায্য পাওয়া যায় না। দেশে নির্বাচিত সরকার এলে ব্যাপক উন্নয়ন হবে। দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
ভিপি জয়নাল বলেন, জোর, জবরদস্তি করে ভোট দেয়ার দিন শেষ। সেটি আর হতে দেওয়া হবেনা। জনগণের অধিকার কায়েম হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী সদর আসনের এমপি প্রার্থী হিসেবে সবার পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ফেনী-সদর আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, ফেনী জেলা তথ্য কর্মকর্তা এসএম আল আমিন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মুফতি আবদুল হান্নান, এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ফেনী সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুল রহমান বকুল, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া,জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম প্রমুখ।
ইউনিটির যুগ্ম- সাধারণ সম্পাদক নুরুল্লাহ কায়সার ও কোষাধ্যক্ষ তোফায়েল আহম্মেদ নিলয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, এ কে এম আবদুর রহিম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আরিফুল আমিন রিজভী, বর্তমান সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার, দাগনভূঁইয়া প্রেসক্লাবের সদস্য আবদুল্লাহ আল মামুন, সোনাগাজী প্রেসক্লাবের সদস্য সাইফুল আলম হিরণ, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম এ হাসান ও ফুলগাজীর সাংবাদিক এম মোর্শেদ।
এ ছাড়াও ফেনী জেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
