× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নরসিংদীতে বীর প্রতীক লেফটেন্যান্ট সিরাজ উদ্দিন আহমেদের নামে সড়কের নামকরনের ফলক উন্মোচন

স্টাফ রিপোর্টার

০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮ পিএম । আপডেটঃ ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

নরসিংদীতে বীর প্রতীক লেফটেন্যান্ট সিরাজ উদ্দিন আহমেদ( নেভাল সিরাজ) এর নামে পাঁচদোনা- ডাঙ্গা- ঘোড়াশাল সড়কের নামকরণের ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নামকরণের ফলক উন্মোচন করেন।

এর আগে সকালে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ  জিয়াউল হক'র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই-আজম এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বক্তব্য রাখেন।

বীর মুক্তিযোদ্ধার সম্মানে এই মহৎ আয়োজনকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

দীর্ঘদিন পর হলেও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদকে সম্মাননা দেওয়ায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও নরসিংদী জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেভাল সিরাজের পরিবার ও স্থানীয় সচেতন মহল।

এসময় কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা, শিক্ষক- শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতা-কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.