× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ড হাসপাতাল এলাকায় ডেঙ্গু মশা নিধনে — আনোয়ার ছিদ্দিক চৌধুরীর অভিযান

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৯ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ার ছিদ্দিক চৌধুরী সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করেছেন।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে আয়োজিত এ কর্মসূচিতে তিনি রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলেন এবং হাসপাতালের সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও চিকিৎসা সেবার মানোন্নয়ন বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সঙ্গে মতবিনিময় করেন।

আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন— “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার বিকল্প নেই। মশকনিধন, পরিষ্কার–পরিচ্ছন্নতা এবং চিকিৎসা সেবার সমন্বিত উদ্যোগ হলে ডেঙ্গুর ঝুঁকি কমে আসবে।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন — উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, সীতাকুণ্ড পৌরসভার আমীর হাফেজ আলী আকবর, মুরাদপুর ইউনিয়ন আমীর শহিদুল ইসলাম, কুমিরা ইউনিয়নের সহকারী সেক্রেটারি এজাহারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষ।

স্বেচ্ছাসেবীরা হাসপাতালে আশপাশের ময়লা পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ, লিফলেট বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করেন।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন—“ডেঙ্গুর প্রকোপ বাড়ার সময় এ ধরনের সামাজিক উদ্যোগ জনগণকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.