এরই ধারাবাহিকতায় নিজ জন্মভূমিতে সুযোগ পেলে ছুটে চলছেন নাজিম উদ্দীন চৌধুরী, সামাজিক, রাজনৈতিক, সকল ধরনের কর্মকাণ্ডে নিজের সম্পৃক্ততা রয়েছে । চন্দনাইশের মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি নিয়মিত বন্ধের দিনে ছুটে চলছেন নিজ সংসদীয় আসনের বিভিন্ন পথে প্রান্তে ছুটে চলছেন। চন্দনাইশের জনসাধারণের উদ্দেশ্য বলেন, নিজের সৎ সাহসিকতার জন্য আজ এতদূর আসতে পেরেছেন বলে সবাইকে জানান তিনি।
তাছাড়াও এলাকার তরুণ-তরুণীদের উৎসাহ উদ্দীপনা দেখে বলেন, ‘সরকারি সহযোগিতা ছাড়াই ছেলে-মেয়েরা যেভাবে এই চন্দনাইশের জন্য কাজ করে যাচ্ছে , আপনারা দেখবেন এরাই মৃত্যুর আগে এর থেকে ভালো চন্দনাইশে রেখে গেছে। তাছাড়াও চট্টগাম জেলার একজন অ্যাডভোকেট হিসেবে দরজা সবসময় খোলা আছে বলে জানান তিনি। কোর্টের যেকোন সাহায্যের জন্য সবসময় অত্র সংসদীয় মানুষের জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি।
জীবনের বাকি সময় অত্র এলাকার জনসাধারণের জন্য সারাজীবন জন্মস্থানের সেবা করতে চাই।
আগামীতে তার দল জাতীয়তবাদী দল বিএনপি ক্ষমতায় আসলে যুগোপযোগী প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান তিনি। চট্টগ্রাম ১৪ আসনের ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী আরও বলেন, দল যদি মনোনয়ন দেয় তাহলে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। দলের চূড়ান্ত সিদ্ধান্ত অপেক্ষায় আছেন তিনি। মনোনয়ন না পেলে ও অত্র এলাকার জনসাধারণের বিপদে আপদে সকল কার্যক্রমে নিজের সম্পৃক্ততা চলমান থাকবে বলে জানান তিনি।