লক্ষ্মীপুর সদর উপজেলার চর শাহী ইউনিয়নের নুরুল্লাপুর হাজী কালামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার গাছপালা কর্তন করে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই এলাকার স্থানীয় আব্দুল্লাহ আল মামুন শিপন দলবল নিয়ে মাদ্রাসার জমিতে প্রবেশ করে গাছ কাটাসহ জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালান, এমন অভিযোগ করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
অভিযুক্ত শিপন একই এলাকার মোল্লা বাড়ির নুরুল আমিনের ছেলে। নিজেকে তিনি চন্দ্রগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক পরিচয় দেন। শিপনের দাবি, জমিটি তাঁদের পৈতৃক সম্পত্তি এবং মালিকানা নথি অনুযায়ী তিনি জমির বৈধ মালিক।
অন্যদিকে মাদ্রাসা কর্তৃপক্ষ বলছে, এটি একেবারেই জবরদখলের অপচেষ্টা। বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে শিপন মাদ্রাসার পুরনো গাছ কেটে ফেলেন এবং জমির মাটিও কাটতে থাকেন, যা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি।
প্রতিষ্ঠানটির সুপার আব্দুল মোনায়েম জানান, মাদ্রাসাটি বহু পুরোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠান। মাদ্রাসার উন্নয়ন কাজে জমিগুলো দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এভাবে গাছ কেটে দোকান ঘর নির্মাণের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি তিনি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
ঘটনা সম্পর্কে চরশাহী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা আবুল হাসানাত বলেন, জমিটি খাস খতিয়ানের হলেও দীর্ঘদিন ধরে মাদ্রাসা কর্তৃপক্ষ ভোগদখলে রয়েছে। জমির বন্দোবস্তের আবেদন বহু আগেই জেলা প্রশাসকের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ করেছেন। এর মধ্যেই অভিযুক্ত শিপন জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে অভিযুক্ত শিপনের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাদ্রাসার জমি দখলচেষ্টা এলাকাজুড়ে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।