জয়পুরহাটের পাঁচবিবিতে এতিম শিশুদের মাঝে শীতের কম্বল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আল মামুন মিয়া।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভুমি) বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির
সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আলম চৌধুরী আবু, বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী সহ আরো অনেকে।
উল্লেখ্য যে, ২০২৫-২০২৬ অর্থ বছরের ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে প্রাপ্ত এসব কম্বল ও শুকনা খাবার উপজেলার দুটি এতিমখানা মাদ্রাসার ৫০ জন এতিম শিশুদের শীতের কম্বল ও শুকনা খাবার দেওয়া হয়।