× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কালকিনিতে কবি আবুল কালাম আজাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালন

কালকিনি–ডাসার (মাদারীপুর) প্রতিনিধিঃ

০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

ঢাকা বিভাগে দুইবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কৃত হওয়া, কালকিনির আন্ডারচর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, সুনীল শিল্পী গোষ্ঠী বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বহু গ্রন্থের প্রখ্যাত লেখক কবি আবুল কালাম আজাদ–এর প্রথম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলা মিনি অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ সুনীল শিল্পী গোষ্ঠী–এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদের সঞ্চালনায় বিভিন্ন গুণী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আনিসুর রহমান খোকন তালুকদার, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী সাইফ উল আরেফিন, উপজেলা নির্বাহী অফিসার।  মো. ফজলুল হক বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি। মাহাবুব হোসেন মুন্সি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা কবি আবুল কালাম আজাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবায় অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া–মোনাজাত অনুষ্ঠিত হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.