× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কার পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ অব্যাহত।

কামরুজ্জামান শিমুল বাগেরহাট জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৫, ১৫:০৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

বাগেরহাটে জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকার পক্ষ থেকে অসহায় ও দুস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ অব্যাহত রয়েছে। এ উপলক্ষে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

এসময়, বাগেহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন (দৈনিক দিনকাল), সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান শিমুল (দৈনিক সংবাদ সারাবেলা) সাংবাদিক আবু সাইদ শুনু (দৈনিক মানবজমিন), সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক (স্পন্দন), ফকির হাসান আলী (আজকের প্রত্যাশা), এসএস শোহান (আজকের কাগজ), আব্দুল্লাহ আল ইমরান (দৈনিক মানবকন্ঠ) ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার সোহেল সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মহিলা দল নেত্রী পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা ব্যক্তিগত উদ্যোগে অর্ধশতাধিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করেছেন। তাছাড়া দরিদ্র ও মেধাবী স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রীদের মাঝে নিয়মিত বৃত্তি প্রদান করেন। দুস্থ নারীদের সাবলম্বী করতে এবং শিক্ষার মানোন্নয়নে ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ভবিষ্যতেও‌ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.