গভীর নলকূপ, নতুন ঘর, সাঁকো নির্মাণসহ বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বিগত সরকারের সময়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের আইনি ও অর্থনৈতিক সহায়তা প্রদান করে "জাদুকরী নেতা" হিসেবে আখ্যা পেয়েছেন তিনি। দুর্যোগ কালীন সময়ে ব্যাপক সহায়তার জন্য "মানবিক পুরুষ" হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন এই নেতা। তাছাড়া বছরের পর বছর ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করে "রাজপথের রাজা" খেতাবটি নিজের দখলে নিয়েছেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত ক্লিন ইমেজের নেতা হিসেবে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনতার কাছে অত্যন্ত জনপ্রিয় লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। বাগেরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালনকারী জাদুকরী এই নেতা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -২ (রামপাল মংলা ও ফকিরহাট) সংসদীয় আসন থেকে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।
২০০৯ সাল থেকে অদ্য পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ছয় সহস্রাধিক রোগীকে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। আর সে কারণেই ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ভালোবাসায় সিক্ত উদার মনের লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মোংলা উপজেলার বুদ্ধি প্রতিবন্ধী মোস্তাফিজ (২৯) এবং ছোট্ট শিশু রোকাইয়া আক্তার (৬) এর চোখের অপারেশন করিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন তিনি।
সম্প্রতি রামপালের গিলাতলা বাজারে ঋষি পল্লীর ২৫ টি পরিবারের জন্য নিজস্ব অর্থায়নে গভীর নলকূপের ব্যবস্থা করেছেন মানবিক এই নেতা। একই উপজেলার ভাগা এলাকার ভিক্ষুক দীপালি রানী শীল ও তার বাক প্রতিবন্ধী দুই কন্যা সোনালী শীল ও রুপালী শীলের জন্য নতুন ঘর তৈরি করে দিয়েছেন তিনি। অবহেলিত জনপদ ভোজপতিয়া ও পেড়িখালী ইউনিয়নে চমৎকার ২টি বাঁশের সাঁকো তৈরি করে সাধারণ জনগণের চলাচলের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। মোংলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী এবং সোনাইলতলা ইউনিয়নের চাপড়া এলাকায় আগুনে পুড়ে ভস্মীভূত হওয়া দুটি পরিবারের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
বিগত আওয়ামী সরকারের সময়ে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে রাজপথে সক্রিয় অংশগ্রহণ করেছেন এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়ে তাদের বাড়িতে পৌঁছে দিয়েছেন খাদ্য ও নগদ অর্থ। দুর্যোগ কালীন সময়েও নিজে মাথায় করে সহায়তা নিয়ে ছুটে গেছেন রামপাল মংলাসহ দেশের বিভিন্ন প্রান্তে।বছরের পর বছর ধরে নেতা ও নেতৃত্বশুন্য রামপাল মংলা এলাকায় জাদুকরি নেতা হিসেবে আবির্ভাব ঘটেছে লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের। এলাকার যেখানেই পা রাখেন সেখানেই নেতাকর্মী ও সাধারণ জনতা ঘিরে রাখেন তাকে।
বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নেতাকর্মীদের সাথে নিয়ে ছুটে চলছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। করছেন লিফলেট বিতরণ, উঠান বৈঠক, সভা সমাবেশ। বৈচিত্র্যময় সুন্দরবন এবং মংলা বন্দরকে নিয়ে রয়েছে তার ব্যাপক পরিকল্পনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনতার কাছের মানুষ হিসেবে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাকে। ধানের শীষ প্রতীক তার হাতে তুলে দেওয়ার জন্য ইতিমধ্যে তারেক রহমানসহ বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
