রাঙামাটির লংগদু থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ জাকারিয়া। সোমবার (৮ ডিসেম্বর) সকালে লংগদু থানায় দায়িত্ব গ্রহণের পর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনের কার্যালয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।
নতুন দায়িত্ব গ্রহণের পর ওসি মোঃ জাকারিয়া বলেন, লংগদুকে একটি শান্ত, সুন্দর ও আইনশৃঙ্খলাবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে থানা পুলিশ মনোযোগের সঙ্গে কাজ করবে। জনগণের সুখে–দুঃখে পাশে থাকা হবে আমাদের অঙ্গীকার। তিনি জানান, সকলের সহযোগিতায় উপজেলার স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকবে ইনশাআল্লাহ।
এর আগে ওসি মোঃ জাকারিয়া খাগড়াছড়ি জেলার দীঘিনালা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বশীল ও পেশাদার কর্মকর্তা হিসেবে স্থানীয় প্রশাসন তার যোগদানকে ইতিবাচক হিসেবে দেখছে।