নীলফামারীতে নকল ঔষধ ও খাদ্য প্রস্তুতকারী একটি কারখানার সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে প্রায় ৩ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল ঔষধ ও খাদ্য জব্দ করা হয়। পরে উদ্ধারকৃত মালামাল ভস্মিভূত করা হয় এবং কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে জেলার কিশোরগঞ্জ উপজেলার বাজে ডুমুরিয়া সরকারপাড়া গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে নকল ঔষধ ও খাদ্য উৎপাদনের তথ্য পাওয়া গেলে এ অভিযান পরিচালনা করা হয়।
জরিমানাকৃত কারখানা মালিক গোলাম রব্বানী। তিনি সদর ইউনিয়নের বাজে ডুমুরিয়া সরকারপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্যালসিয়াম ও ওমিপ্রাজল গ্রুপভুক্ত নকল ঔষধ উদ্ধার করা হয়েছে। কারখানা মালিক নিজেই নকল ঔষধ প্রস্তুত ও প্যাকেটজাত করে বাজারজাত করতেন।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত নকল পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। অভিযানে জেলা ঔষধ তত্তাবধায়ক মিতা রায় উপস্থিত ছিলেন। তিনি ঘটনাটি নিশ্চিত করেন।