ব্যতিক্রমী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম সোমবার সকাল ৭টায় উপজেলা পরিষদ চত্বর হতে এর উদ্বোধন করে নিজেও দৌড়ান সকলের সাথে। এতে ‘ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ’র অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, বৈষম্য বিরোধী আন্দোলনের তাহসিনুল আবরার লিসান সহ বিভিন্ন বয়সের ব্যক্তিবর্গ অংশ নেন।
আয়োজকদের একজন তাহসিনুল আবরার লিসান বলেন, ইতিপূর্বে ফুলবাড়িয়াতে এমনটি হয়নি, আমরা একবার শুরু করলাম। সামনে আরও ভালো কিছু হবে। ইউএনও মহোদয় নিজে উপস্থিত থেকে আমাদের অনুপ্রাণিত করেছেন।
র্যালি ও আলোচনায় উদযাপিত হল মুক্ত দিবস ফুলবাড়িয়া প্রতিনিধি : র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম। এতে উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা, বীরমুক্তিযোদ্ধা মমতাজুল ইসলাম হীরা, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক প্রমুখ বক্তব্য রাখেন।