× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চন্দনাইশ উপজেলার বিভিন্ন দপ্তরের আওতাধীন উপকারভোগীদের মধ্যে নানা ধরনের উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

০৮ ডিসেম্বর ২০২৫, ১৮:২৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মো. রাজিব হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, স্টাফ অফিসার টু ডিসি, সহকারী কমিশনার (প্রবাসী কল্যাণ শাখা ও ফ্রন্ট ডেস্ক) মোহাম্মদ মঈনুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফেরদৌসী আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা আজাদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সংবাদকর্মী, উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা উপকরণ, যুব প্রশিক্ষণের সনদ, এতিম শিক্ষার্থীদের মাঝে পোশাক, কৃষকদের মাঝে সার ও বীজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী। অনুষ্ঠানের শেষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফিতা কেটে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনের উদ্বোধন করেন। উপস্থিত অতিথিরা বলেন, সরকারের এসব সহায়তা কর্মসূচির মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.