গোপালগঞ্জ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ। সোমবার (৮ ডিসেম্বর) বিকাল ৩ টায় গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ জেলায় প্রায় ১২ লক্ষ মানুষের বসবাস। তার মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত মাত্র ৫% (পার্সেন্ট) মানুষ। এই ৫ পার্সেন্ট অপরাধীদের দমনে পুলিশ-সাংবাদিক সবাই আমরা একসাথে কাজ করবো।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মোহাম্মদ জিয়াউল হক সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ সহ সাংবাদিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।