কুমিরা ইউনিয়নের দ্য কিং অফ কুমিরা কমিউনিটি সেন্টারে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা বিএনপির উদ্যোগে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল।
সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী-খুলশী আংশিক) আসনে বিএনপি মনোনীত সংসদ-সদস্যপ্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মো. সালাউদ্দিন। তিনি মাঠ-পর্যায়ের বাস্তব পরিস্থিতি, নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক সংহতি এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
বক্তব্যে তিনি বলেন, “তৃণমূলই সংগঠনের শক্তি- এই শক্তিকে ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য-সচিব কাজী মো. মহিউদ্দিন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ কে এম শামসুল আলম আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম আর চৌধুরী মিল্টন, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর ভূঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আকবর হোসেন, বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম মেম্বার, কুমিরা ইউনিয়নের সাবেক সভাপতি শামসুদ্দোহা ও ইদ্রিস মিয়া মনির।
এছাড়া উপস্থিত ছিলেন সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিমুদ্দৌলা, মুরাদপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক সরোয়ার কামাল, বাড়বকুণ্ড ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাসেল, বাঁশবাড়িয়া ইউনিয়নের সাবেক সদস্য-সচিব মো. আলমগীর মেম্বার, সাবেক সহ-সভাপতি একরাম উল্লা নয়ন, কুমিরা ইউনিয়নের সাবেক সদস্য-সচিব এহেতেসাম হায়দার টিটু, মো. শাহজাহান, এজাহার মেম্বার, সাখাওয়াত হোসেন, মিনহাজ উদ্দিন, শওকত হোসেন, জয়নাল আবেদীনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সুপার ফাইভ নেতৃবৃন্দ।
নেতারা বলেন, বিএনপির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূলের ঐক্য। কেন্দ্রীয় নির্দেশনা মেনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী কাজী মো. সালাউদ্দিনকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।