× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নীলফামারীর কালিগঞ্জে মানববন্ধন ও সড়ক অবরোধ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী

০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পিএম

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার কালিগঞ্জ বাজারে গতকাল সোমবার (৮ ডিসেম্বর) নদী রক্ষা ও কৃষকদের স্বল্পমূল্যে সেচের পানি নিশ্চিতকরণের দাবিতে ব্যাপক মানববন্ধন ও সড়ক অবরোধ অনুষ্ঠিত হয়েছে।

“নদী বাঁচাও-কৃষক বাঁচাও, নদী বাঁচাও-জীবন বাঁচাও” স্লোগানকে সামনে রেখে গোলনা, মীরগঞ্জ, ধর্মপাল, বালাগ্রাম, কাঁঠালি, শিমুলবাড়ি ও গোলমুন্ডা ইউনিয়নের হাজার হাজার কৃষক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও সড়ক অবরোধে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে প্রদর্শনীর মাধ্যমে নদী শুকিয়ে যাওয়া, খাল দখল এবং পানি প্রবাহের কমে যাওয়ার কারণে কৃষিকাজে সমস্যার কথা তুলে ধরেন। 

কৃষকরা জানান, বর্তমানে প্রতি বিঘা জমিতে সেচের জন্য প্রায় ৩৫০০ থেকে ৪০০০ টাকা ব্যয় হচ্ছে, যা তাদের জন্য বহনযোগ্য নয়। তারা বলেন, “আমরা ঠিকমতো খেতে পারি না। এত টাকা দিয়ে আমরা কীভাবে জমিতে পানি দেব?”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা সাব্বির আহমেদ। তিনি বলেন, “কৃষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা মাঠে অবস্থান চালিয়ে যাব। কৃষক বাঁচলে দেশও খাদ্য নিরাপদ থাকবে।”

মানববন্ধন শেষে কৃষকরা প্রশাসনের কাছে দাবি জানান, সেচের পানির খরচ কমানো, নদী ও খাল পুনঃখনন, সবার জন্য সমানভাবে পানি সরবরাহ নিশ্চিত করা।

অন্দোলনকারীরা সতর্ক করেন, দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। স্থানীয় প্রশাসনের কাছে দাবিনামা দাখিলের প্রস্তুতিও চলছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.