× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

মাহমুদুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ)

০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:১৯ পিএম

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে মঞ্জু মিয়া (৪৫) নামে এক চাচার বিরুদ্ধে তার ভাতিজার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র নিন্দার সৃষ্টি হয়। অভিযুক্ত মঞ্জু মিয়ার বাড়ি উপজেলার চান্দহর ইউনিয়নের চর ফতেপুর গ্রামে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে রাতে প্রায় ৮টার দিকে অভিযুক্ত মঞ্জু মিয়া ভুক্তভোগীর ঘরে ঢুকে কু-প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ভাতিজার শিশুসন্তানের গলায় ব্লেড ধরে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করে।

শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে স্বামী বারবার জিজ্ঞেস করলে স্ত্রী ঘটনাটি তাকে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করে এবং মেয়ের পরিবারকে জানিয়ে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।

ভুক্তভোগী পরিবার জানায়, নারীটি প্রথমে ঘটনাটি পরিবারের সদস্যদের জানান। পরে স্থানীয় সমাজপতিদের অবহিত করা হলে প্রাথমিকভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়; তবে তাতে কোনো সমাধান আসেনি। বর্তমানে ভুক্তভোগী পরিবার আইনি সহায়তা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত মঞ্জু মিয়াকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। স্থানীয়রা আরোও জানান, মঞ্জু মিয়ার বিরুদ্ধে মাদক বিক্রি ও সেবনের অভিযোগও রয়েছে। তাদের মতে, এ ধরনের নিন্দনীয় ঘটনা সমাজে অস্থিরতা সৃষ্টি করে এবং নারীর নিরাপত্তায় চরম আঘাত হানে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক ও আইনি প্রতিরোধ গড়ে তোলার ওপর সবাই জোর দিচ্ছেন।

অভিযুক্ত মঞ্জু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা মিথ্যা ও পরিকল্পিত অভিযোগ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, “এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.