× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজয়ের মাসেই নতুন ভবনে হাসপাতাল: তত্ত্বাবধায়ক

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

টিকিট কাউন্টারে খুচরা টাকার অজুহাতে অতিরিক্ত টাকা গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দ্রুত সমাধান ও ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধের নির্দেশ দিয়েছেন নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবু-আল-হাজ্জাজ। পাশাপাশি জরুরি সেবায় ব্যবহৃত সেলাই সুতা, গজ, ওষুধসহ প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীর প্রাপ্যতা ইমার্জেন্সি ওয়ার্ডে দৃশ্যমানভাবে প্রদর্শনের ঘোষণা দেন তিনি।

একই সঙ্গে বিজয়ের মাসের মধ্যেই নতুন ভবনে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তত্ত্বাবধায়ক।

সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক), নীলফামারী আয়োজিত আড়াই ঘণ্টাব্যাপী গণশুনানিতে এসব ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক সভাপতি মো. আকতারুল আলম। গণশুনানিতে দুই শতাধিক সেবাগ্রহীতা, সনাক-ইয়েস-এসজি সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সেবাগ্রহীতাদের বিভিন্ন অভিযোগের জবাব দেন তত্ত্বাবধায়ক ডা. মো. আবু-আল-হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. মো. আব্দুল্লাহেল মাফী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. শাহীনুর রহমান সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায় ও নার্সিং সুপারভাইজার আনোয়ারা খাতুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনুষ্ঠান পরিচালনা করেন সনাক সদস্য মো. মিজানুর রহমান লিটু।

এক প্রশ্নের উত্তরে ডা. আবু হেনা মোস্তফা কামাল বলেন, বাবরিঝাড় ও গোড়গ্রাম ইউনিয়নের উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত ডাক্তার নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায় জানান, ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে পূর্বের তুলনায় ওষুধ সরবরাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

গণশুনানিতে অংশগ্রহণকারীরা হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, নার্সদের আচরণ, চিকিৎসকদের সময়মতো উপস্থিত না থাকা, ওষুধ সংকট, জলাতঙ্ক টিকার স্বল্পতা, ডায়রিয়া ওয়ার্ডে স্যালাইন ও স্ট্যান্ড সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। কিছু অভিযোগের সমাধান করা হয় এবং ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস (৯ ডিসেম্বর) উপলক্ষে জেলার স্বাস্থ্যসেবা উন্নয়ন ও সেবামুখী হাসপাতাল গঠনের লক্ষ্যে সনাক নীলফামারী এ গণশুনানির আয়োজন করে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.