× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

“তারুণ্যের ভাবনায় সীতাকুণ্ড— পরিবর্তনের মশাল তরুণদের হাতে”

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :

০৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৫ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

“তারুণ্যের ভাবনায় সীতাকুণ্ড—জেগে উঠো তরুণেরা, পরিবর্তনের মশাল ধরো” শীর্ষক আলোচনা সভা সীতাকুণ্ডের মুনস্টার কমিউনিটি সেন্টারে ৮ ডিসেম্বর (সোমবার) বিকাল ৩টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ওবায়দুল করিম বলেন, “সীতাকুণ্ডের ভবিষ্যৎ নির্ভর করছে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তোলার ওপর। যে তরুণ বই, চিন্তা ও নৈতিকতায় সমৃদ্ধ, সেই পারে সমাজকে এগিয়ে নেওয়ার পথ দেখাতে।”

তিনি শিক্ষার পাশাপাশি চরিত্র ও মানবিকতার ভিত্তি মজবুত করার আহ্বান জানান।

প্রধান প্রেরণাদায়ী অতিথি চট্টগ্রাম–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন,

“সীতাকুণ্ডকে বদলাতে হলে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়কে না বলতে হবে। তরুণদের নিরাপদ পরিবেশ, উন্নত শিক্ষা, চিকিৎসা সুবিধা এবং সুস্থ সংস্কৃতিচর্চা নিশ্চিত করাই আমার প্রতিশ্রুতি।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট রেজাউল করিম রনি, বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মোঃ মহিউদ্দিন, রাজনীতিবিদ ও সমাজসেবক জয়নাল আবেদীন দুলাল, লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ডের সিনিয়র সহ-সভাপতি লায়ন গাজী মোঃ সুজাউদ্দিন, সাবেক ছাত্রনেতা এম আর চৌধুরী মিল্টন, মোঃ ইসহাক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মোঃ শামসুদ্দোহা, ইদ্রিস মিয়া মনির এবং আলমগীর মেম্বার।

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রুস্তম আলী, এডভোকেট মোশাররফ হোসেন ফনি এবং দিশারী সাংস্কৃতিক তরঙ্গের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিফাত।

বক্তারা তরুণদের নৈতিক উন্নয়ন, আধুনিক শিক্ষা, অনলাইন নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ইতিবাচক সাংস্কৃতিক কর্মকাণ্ড নিশ্চিত করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিউচার লিডার ফাউন্ডেশনের সভাপতি কাজী সেলিম উদ্দিন।

সঞ্চালনা করেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু।

তরুণদের সক্রিয় অংশগ্রহণ, ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নত, নিরাপদ ও শিক্ষাবান্ধব সীতাকুণ্ড গড়ে তোলার অঙ্গীকার—সব মিলিয়ে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা ও ইতিবাচকতার শক্ত উপস্থিতি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.