দূর্নীতির বিরুদ্ধে তাররুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় ও দুদক পতাকা উত্তলন বেলুন উড়িয়ে নাটোরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। আজ মঙ্গলবার ৯ টার দিকে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে ক্যালেক্টরেট ভবনের সামনে থেকে রেলি বের করা হয়।
রেলিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত জেলা প্রশাসক আসমা শাহিন,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আরিফুল ইসলাম,সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয় রাজশাহী দূনীতি দমন কমিশন ফখরুল আবেদীন হিমেল,পুলিশ সুপারের পক্ষে সাইদুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান সহ দুপ্রকের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন আমরা যদি কর্মে চিন্তায় সৎ থাকি তাহলে আমরা দূনীতি মুক্ত থাকবো।
এজন্য আমাদের সামাজিক ভাবে পারিবারিক ভাবে সবাইকে সচেতন হতে হবে তাহলে সমাজ থেকে দুর্নীতি দূর করা সম্ভব।